Job News
রেফ্রিজারেটর মেরামত কাজে ব্যবহৃত টুলস এবং ইকুইপমেন্ট পরিচিতি ও ব্যবহার করার নিয়ম

রেফ্রিজারেটর মেরামত কাজে ব্যবহৃত টুলস এবং ইকুইপমেন্ট পরিচিতি ও ব্যবহার করার নিয়ম

এখন আমরা যে বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে- রেফ্রিজারেটর মেরামত কাজে ব্যবহৃত টুলস এবং ইকুইপমেন্ট পরিচিতি ও ব্যবহার করার নিয়ম আশা করি এই পোষ্টটি সম্পূর্ণ ভালভাবে পড়লে রেফ্রিজারেটর মেরামত কাজে ব্যবহৃত টুলস এবং ইকুইপমেন্ট পরিচিতি ও ব্যবহার করার নিয়ম ভালভাবে আয়োত্ত হয়ে যাবে সবার। (Tools and Equipment for RAC work)

টুলস অ্যান্ড ইকুইপমেন্ট (Tools and Equipment for RAC Work)

 টুলস কি?

টুলস এর অর্থ হলো যন্ত্রপাতি। একজন টেকনিশিয়ান বা মেকানিক্স মেরামত কাজের সময় সরাসরি যে সমস্ত টুলস ব্যবহার করে, তাকে টুলস বলে।

 

টুলস এর ব্যবহার বা প্রয়োজনীয়তা হলো-

১। মেরামত করা

২। সার্ভিসিং করা

৩। মেশিনপত্র বিয়োজন ও সংযোজন

৪। ওভারহলিং

৫। কাটিং, ফাইলিং ও ফিটিংস

৬। মেশিনপত্র স্থাপন

৭। এয়ারকন্ডিশনার স্থাপন

৮। রেফ্রিজারেটর মেরামত।

 

রেফ্রিজারেটরের মেরামত কাজ করার জন্য যে সকল টুলস ব্যবহার করা হয় সেসকল টুলস এর প্রকারভেদ:

(ক) হ্যান্ডটুলস    (খ) ফিটিংস টুলস

(গ) কাটিং টুলস  (ঘ) মেজারিং টুলস।

 

ইনস্ট্রমেন্ট:

রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কোল্ড স্টোরেজ, আইসপ্ল্যান্ট, আইসক্রিম প্ল্যান্ট এর কার্যক্ষমতা পরীক্ষা, গ্যাস চার্জিং, পার্জিং, লিংক পরীক্ষা, কুলিং লোড নির্ণয়, তাপমাত্রা পরিমাপ, আর্দ্রতা পরিমাপ ইত্যাদি অভ্যন্তরীণ অবস্থা ও দোষ ত্রুটি নির্ণয় করার যন্ত্রকে ইনস্ট্রমেন্ট বলে।

 

এই কাজে ব্যবহৃত সাধারণ টুলস ও ইনস্ট্রমেন্ট এর নাম:

১। হ্যামার (Hammer)

(ক) বলপিন হ্যামার

 Hammer-NOTS.jpg

(খ) ক্রসপিন হ্যামার

(গ) স্ট্রেইট পিনহ্যামার

(ঘ) ইঞ্জিনিয়ারিং হ্যামার

২। সফট হ্যামার(Soft Hammer)

(ক) রো হ্যামার                  (খ) উডেন হ্যামার

(গ) প্লাষ্টিক হ্যামার            (ঘ) রাবার হ্যামার

৩। চিজেল (Chisels)

(ক) কোল্ড চিজেল            (খ) ক্যাপচিজেল

(গ) ডায়মন্ড পয়েন্ট

৪। পাঞ্চ (Punch)

(ক) ড্রিফট পাঞ্চ                (খ) সেন্টারপাঞ্চ

(গ) পিন পাঞ্চ

৫। ফাইল (File)

(ক) ফ্লাট ফাইল                 (খ) ট্রাই স্কোয়ার ফাইল

(গ) স্কোয়ার ফাইল            (ঘ) রাউন্ড ফাইল

(ঙ) হাফ রাউন্ডফাইল      (চ) নাইফ

৬। ব্রাশ (Brush)Tools-RAC-NOTS.jpg

(ক) ওয়্যার ব্রাশ                 (খ) প্লাস্টিক ব্রাশ

৭। স্ক্র- ড্রাইভার (Screw Driver)

(ক) ফ্লাট স্ক্রু- ড্রাইভার  (খ) পিলিপস বা স্টার স্ক্রু- ড্রাইভার

(গ) অফসেট স্ক্রু- ড্রাইভার          (ঘ) র‌্যাচেট স্ক্রু- ড্রাইভার

(ঙ) স্টাবি স্ক্রু- ড্রাইভার

৮। প্লায়ার্স (Pllers)

(ক) কম্বিনেশন প্লায়ার্স     (খ) কাটিং প্লায়ার্স

(গ) লং নোজ প্লায়ার্স

৯। রেঞ্জ (Wrench)

(ক) সিঙ্গেল/ডাবল এনডেড স্প্রেনার বা রেঞ্জ

(খ) সকেট রেঞ্জ

(গ) অ্যাডজাস্টেবল/কম্বিনেশন রেঞ্জ

(ঘ) রিং রেঞ্জ

(ঙ) পাইপ রেঞ্জ

১০। এলেন কী সেট

১১। স্ক্রেপার

১২। ক্লাম্প

১৩। ভাইস

১৪। লেটার স্ট্যাম্প সেট

১৫। টুলস বক্স

১৬। মেটাল স্ট্রেস স্টিল

১৭। রিপিড গান

১৮। পেইন্টার মেশিন

 

হ্যান্ড টুলস এর ব্যবহারের তালিকা

NOTS

 

এবার আলোচনা করবো মেজারিং ইন্সট্রুমেন্ট নিয়ে-

১। রোলার-

(ক) ফুটরোল

(খ) হুক রোল

(গ) স্টিল রোল

২। স্টিল ট্যাপ

৩। ক্যালির্পাস-

(ক) স্লাইড ক্যালির্পাস

(খ) ভার্নিয়ার ক্যালিপার্স

৪। ডিপথ গেজ

৫। ফিলার গেজ

৬। ট্রাই স্কোয়ার

৭। ডিভাইডার

৮। মাইক্রোমিটার-

(ক) ইনসাইড মাইক্রোমিটার

(খ) আউটসাইডমাইক্রোমিটার

 

কাটিং টুলস:

 1. নাইফ                             
 2. হ্যাক’স                      
 3. হ্যান্ড ড্রিল                    
 4. ইলেকট্রিক ড্রিল          
 5. ট্যাপ
 6. উডেন ‘স’
 7. ড্রিল সকেট
 8. জুনিয়র হ্যাক’স
 9. ড্রাই

 

মেশিন টুলস:

১। ইলেকট্রিক ড্রিল মেশিন

২। গ্রাইন্ডিং মেশিন

৩। ব্লোয়ার মেশিন

 

আরএসি ওয়ার্কস ইনস্ট্রুমেন্ট (RAC Works tools instruments)-

১। লিক ডিটেক্টর

২। বিয়ারিং টেস্টার

৩। প্রসেস টিউব এডাপ্টর

৪। পিয়ার্সিং ভালভ

৫। ক্যাপিলারি টিউব ক্লিনার

৬। থার্মোমিটার

৭। গেজ মিটার-

(ক) এনালগ ও ডিজিটাল লো প্রেসার গেজ মিটার

(খ) এনালগ ও ডিজিটাল হাই প্রেসার গেজ মিটার

৮। গেজ মেনিফোল্ড-

(ক) সিঙ্গেল গেজ মেনিফোল্ড

(খ) ডাবল গেজ মেনিফোল্ড

৯। হাইড্রোমিটার

১০। হাইগ্রোমিটার-

(ক) ওয়াল টাইপ

(খ) ইলেকট্রিক টাইপ

১১। সাইক্রোমিটার

১২। ভেল্যুসিটি মিটার

 

পরিমাপক টুলসের নাম:

 1. স্টিল টেপNOTS-Baner.jpg
 2. স্টিল রুল
 3. হুক রুল
 4. কী সেট রুল
 5. ভার্নিয়ার ক্যালিপার্স
 6. আউট সাইড ক্যালিপার্স
 7. ইনসাইড ক্যালিপার্স
 8. ফিলার গেজ
 9. আউট সাইড মাইক্রোমিটার

 

 

 

 

পরিমাপক টুলসের ব্যবহার

 

আরএসি ওয়ার্কস টুলস (RAC Works tools)-

টিউব কাটার- টিউব কাটার দ্বারা বিভিন্ন মাপের টিউব কাটাকে টিউব কাটার বলে। এটি স্টিলের বা লোহা দ্বারা তৈরি দুটি রোলারের সমন্বয়ে একটি কাটারে হুইল বা ব্লেড থাকে।

NOTS

 টিউব কাটার

বেন্ডিং- টিউবের নির্দিষ্ট কোণে বাঁকা করাকে টিউব বেন্ডিং বলে।

 

স্প্রিং টাইপ টিউব বেন্ডার– স্প্রিং টাইপ বেন্ডার আবার দুই ধরনের হয়ে থাকে। একটি হলো ইনটানাল স্প্রিং বেন্ডার এবং অপরটি এক্সটার্নাল স্প্রিং বেন্ডার।

NOTS

স্প্রিং টাইপ টিউব বেন্ডার

 

মেকানিক্যাল টাইপ টিউব বেন্ডার– মেকানিক্যাল বেন্ডার আবার দুই ধরনের। একটি হলো লিভার টাইপ বেন্ডার এবং অপরটি গিয়ার বা কম্বিনেশন লিভার টাইপ বেন্ডার।

NOTS

মেকানিক্যাল টাইপ টিউব বেন্ডার

 

ফ্লায়ারিং টুলস – এটি দুটি লম্বা ও শক্ত লোহাকে বা দুটি বারকে উইং নাট বোল্টের সাহায্যে একত্র করা হয়। একটি হাতল আছে যাকে ঘুরালে ফ্লায়ারিং প্রস্তুুত হয়। কপার টিউবের মাথাকে ফ্লায়ারিং করার জন্য ব্যবহার করা হয়।

NOTS

ফ্লায়ারিং টুলস

 

পাঞ্চ টাইপ সোয়েজিং টুলস- এটি স্টিল বা পাতলা লোহা জাতীয় পদার্থ দ্বারা তৈরী একটি মাথা সরু এবং অপরটি সমতল বা ফ্লাট। নরম কপার টিউব কে ফ্লায়ারিং ভাইসের সঠিক হোলেদৃঢ়ভঅবে আটকানো হয়। তারপর টিউবের মাপ অনুপাতে সোয়েজিং টুলস নির্বাচন করে টিউবের মুখে প্রবেশ করিয়ে হ্যামার বা হাতুড়ি দ্বারা আঘাত করে সোয়েজিং সম্পন্ন করা হয়।

NOTS

পাঞ্চ টাইপ সোয়েজিং টুলস

 

লিভার টাইপ সোয়েজিং টুলস- এটি দুটি হ্যান্ডেলের সমন্বয়ে তৈরি এবং বিভিন্ন মাপের কতকগুলো সোয়েজিং এ অ্যাডাপ্টার থাকে। অ্যাডাপ্টার এর সমন্বয়ে টিউবের মাথাকে সোয়েজিং করা হয়।

NOTS

লিভার টাইপ সোয়েজিং টুলস

 

রেফ্রিজারেশন টুলস এর ব্যবহার 

RAC-NOTS

 

তাহলে রেফ্রিজারেটর মেরামত কাজে ব্যবহৃত টুলস এবং ইকুইপমেন্ট পরিচিতি ও ব্যবহার করার নিয়ম সম্পর্কে আমাদের সবার ভাল একটা ধারনা হয়েছে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!