Job News
মেনিকিউর ও পেডিকিউর করার নিয়ম 2023 (How to do manicure and pedicure)
মেনিকিউর ও পেডিকিউর করার নিয়ম 2023 (How to do manicure and pedicure)

মেনিকিউর ও পেডিকিউর করার নিয়ম 2023 (How to do manicure and pedicure)

মেনিকিউর ও পেডিকিউর করার নিয়ম 2023 (How to do manicure and pedicure)

আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে মেনিকিউর ও পেডিকিউর করার নিয়ম 2023 (How to do manicure and pedicure)। আশাকরি এই পোষ্টটি সম্পূর্ণ পড়ার পরে আপনারা বাড়িতে বসেই নিজের তো বটেই অন্য দের ও মেনিকিউর এবং পেডিকিউর করতে পারবেন বা আপনি একজন দক্ষ বিউটিশিয়ান হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবেন। আমরা নিলপরী অনলাইন টেকনিক্যাল স্কুলের পক্ষথেকে বিউটিশিয়ান এর কোর্স শুরু করেছি যা সম্পূর্ণ একজন বিউটিশিয়ান হিসাবে গড়ে তোলতে আপনাকে সহযোগীতা করা হবে।

তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা- মেনিকিউর ও পেডিকিউর করার নিয়ম 2023 (How to do manicure and pedicure)

আমরা প্রথমে যে বিষয়টি শিখবো তা হচ্ছে- মেনিকিওর

মেনিকিওর:
মেনিকিওর অর্থ হাতের যত্ন। নখ সুন্দর ও মসৃণ রাখার জন্য প্রতি সপ্তাহে একবার মেনিকিওর করা দরকার। মেনিকিওর করার জন্য যে সকল প্রয়োজনীয় উপকরণ সমূহ লাগবে তা আগে জেনে নেই।

ক্রমিকউপকরণপরিমাণক্রমিকউপকরণপরিমাণ
০১গামলা১টি১৩গোলাপজল১ চা চামচ
০২তোয়ালে (বড়)১টি১৪লেবুর রস২ টে: চামচ
০৩তোয়ালে (ছোট)১টি১৫লবণ২ টে: চামচ
০৪কুসুম গরম পানিপরিমাণমতো১৬গিøসারিন (শীত কালে)১/২ ফোঁটা
০৫ম্যাসেজ ক্রিম১ চা চামচ১৭চন্দন প্যাক১ চা চামচ
০৬শ্যাম্পু২ টে: চামচ১৮স্ক্রাব১ চা চামচ
০৭স্যাভলন১ টে: চামচ১৯টোনার১/২ ফোঁটা
০৮রিমুভার১টি
০৯তুলাপরিমাণমত
১০পিউমিগস্টোন১টি
১১নেইল ব্রাশ (সফ্ট)১টি
১২মেনিকিউর সেট

ক. কিউটিক্যাল সিজর
খ. ওরেঞ্জ স্টিক
গ. ফাইলার
ঘ. নেইল কাটার
ঙ. আয়না

১টি

মেনিকিওর করার প্রক্রিয়া:

  • প্রথমে তূলায় রিমুভার লাগিয়ে নখের নেল পালিশ তুলে নিন।
  • নেইল কাটার দিয়ে হাতের নখ সেপ করে নিন। অথবা চাহিদামতো নখ কেটে নিন। এই সেফ দুই ধরনের করা যায়। গোল এবং স্কয়ার। গোল হলে নেইল কাটার দিয়ে নখ গোল সেপ দিতে হবে। স্কয়ার হলে স্কয়ার শেপ দিতে হব
  • স্কয়ার হলে প্রথমে নখের মাঝখানে কাটুন। তারপর দুই পাশের নখ কেটে স্কয়ার সেপ দিন।

  • তুলার সাহায্যে টোনার লাগিয়ে হাত পরিষ্কার করে নিন।

  • একটি পরিস্কার গামলায় কুসুম গরম পানি, শ্যাম্পু, লেবুর রস, সেভলন, গিøসারিণ ও লবণ একসাথে মিশিয়ে নিন। কয়েকটি গোলাপ ফুলের পাপড়ি পানিতে মিশিয়ে নিন।

  • এই পানিতে ১০-১৫ মিনিট হাত ভিজিয়ে রাখুন। এরপর নেইল ব্রাশ দিয়ে হাতের কনুই পর্যন্ত ঘষে নিন।

  • মেনিকিওর সেট ব্যবহার করে নখ পরিষ্কার করুন।

  • কিউটিক্যাল সিজার দিয়ে নখের মরা চামড়া কেটে ফেলুন।

  • ফাইলর দিয়ে নখ ও নখের মাথা পরিষ্কার করে ঘষে সাইজ করুন।

  • চন্দন প্যাক ও গোলাপ জল এক সাথে মিশিয়ে হাতের কনুই পর্যন্ত প্যাক লাগান।

  • ১০-১৫ মিনিট রেখে নরমাল পানি দিয়ে ধুয়ে মুছে ফেলুন।
  • তারপর দুই হাতে মায়েশ্চোরাইজার লোশন লাগিয়ে দিন।

  • সব শেষে পুরো নখে ওয়াটার কালার লাগান। যদি কাস্টমার চায় তবে নখের মাথার দিকে সাদা রংয়ের নেল পলিশ লাগাতে পারেন।

সতর্কতা:

  1. মেনিকিওর করার সময় খেয়াল রাখতে হবে যে, কোনো ভুলের জন্য যেন হাতের সৌন্দর্য্য নষ্ট না হয়।
  2. ডায়বেটিক রোগীদের সময় খেয়াল রাখতে হবে, পানি যেন বেশি গরম না হয়।

পূর্বের লেখা পড়ার জন্য দেখুন- বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম (Beauty Care Tools) 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!