Job News
প্রশিক্ষণের সুযোগ নিয়ে এলো টিএমএসএস TMSS Training Circular
প্রশিক্ষণের সুযোগ নিয়ে এলো টিএমএসএস TMSS Training Circular

প্রশিক্ষণের সুযোগ নিয়ে এলো টিএমএসএস TMSS Training Circular

প্রশিক্ষণের সুযোগ নিয়ে এলো টিএমএসএস TMSS Training Circular:

আইটি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ নিয়ে এসেছে টিএমএসএস। আগামী ৩১/০৩/২০২২ ইং তারিখ থেকে শুরু হবে এই প্রশিক্ষণ। প্রশিক্ষণে আসন সংখ্যা ২৫ জন।

প্রশিক্ষণে যা যা শেখানো হবে-

  • গ্রাফিক্স ডিজাইন
  • ডিজিটাল মার্কেটিং
  • ডাটা এন্ট্রি
  • এসইও (উক্ত বিষয় গুলো একটি প্যাকেজ)

প্রশিক্ষণার্থীদের কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। প্রশিক্ষণ টি ০৩ মাস মেয়াদী, ছুটির দিন ব্যতিত প্রতিদিন ০৪ ঘন্টা করে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণটি অনাবাসিক। কোর্স ফি হিসাবে ৬০০০/= হাজার টাকা, এবং রেজিষ্টেশন ফি ২৫০০/= টাকা প্রান করতে হবে।

এই প্রশিক্ষণের সুবিধা সমূহ-

  • ১০০% অর্থ উপার্জনের সুযোগ
  • তিন মাসের কিস্তিতে কোর্স ফি প্রাদানের সুযোগ
  • কোর্স শেষে NSDA এর সাটিফিকেট পাওয়ার সুযোগ
  • কিস্তিতে ল্যাপটপ পাওয়ার সুযোগ

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট-

  • সদ্য তোলা ২ কপি রঙিন পাসপোট সাইজের ছবি
  • জাতীয় পরিচয় পত্রের কপি
  • শিক্ষাগত যোগ্যতার সনদের কপি

আবেদন পত্র সংগ্রহ এবং জমাদানের স্থান-টিএমএসএস ভোকেশনাল ট্রেনিং সেন্টার, বগুড়া। ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া সদর, বগুড়া-৫৮০০।
মোবাইল- ০১৮৬১৬৭৯৯২৫, ০১৭২৩৩৩৩৬৩৫

প্রশিক্ষণের সুযোগ নিয়ে এলো টিএমএসএস TMSS Training Circular

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!