Job News
এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন (Change photo background with one click)
এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন (Change photo background with one click)

এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন (Change photo background with one click)

এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন (Change photo background with one click)

আপনাদের সাথে আজ আমি একটা মজার ট্রিক্স শেয়ার করবো। আর তা হচ্ছে এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন (Change photo background with one click)। আমি এই বিষয়টি যে ভাবে শিখেছি তা হচ্ছে যে, কথায় আছে না শিখছো কোথায় ঠেকেছি যেথায়। ঠিক আমিও সেইরকমি ভাবে এই ট্রিক্সটি শিখেছি। আমি ফটোশপের কাজ পারিনা, আমার একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে তাই আমার এক পরিচিত বড়ভায়ের কাছে গেলাম। তো সেতো অনেক ব্যস্থ এখন হবে না পরে এইভাবে ৪ ঘন্টা তার পাশ বসিয়ে রাখলো। শেষমেষ তার একটা জরুরী ফোন আসলো আমার কাজটি না করে দিয়েই চলে গেলে।

আমিও হতাশ হয়ে বাড়ি ফিরে ভাবতে লাগলাম আজই ফটোশপের কাজ শিখে ফেলবো কিন্তু পরক্ষনে ভেবে দেখলাম যে, ফটোশপ শিখতে তো অনেক সময়ের প্রয়োজন। তাই ইন্টারনেট ঘাটাঘাটি শুরু করে দিলাম এবং খুব দ্রুত একটা সমাধান পেয়ে গেলাম এবং সেই ছবির ব্যাকগ্রাউন্ট খুব সহজেই পরিবতন করে ফেললাম।

সেই ছবিটা ম্যাসেঞ্জারে বড় ভাইকে পাঠিয়ে দিলাম। বড় ভাই অবশ্য শুধু সিন করেছে কিছু বলেনি। তো চলুন আপনাদের সাথে সেই ট্রিক্সটি শেয়ার করি। এই কাজটি করার জন্য অবশ্যই আপার একটি ইন্টারনেট সংযোগ সহ ল্যাপটপ বা কম্পিউটার অথবা মোবাইল ফোন থাকতে হবে।

প্রথমে আপনার ল্যাপটপ বা কম্পিউটার অথবা মোবাইল ফোন থেকে গুগলের সাচ বারে গিয়ে লিখবেন bg remover দেখতে পারবেন যে প্রথম সার্চে নিচের মত করে একটি ওয়েব সাইট এসেছে।

Change photo background with one click

এরপর লাল চিহ্ন দেওয়া সাইটে ক্লিক করুন-

Change photo background with one click

নিচের মত একটি ওয়েব পেজ সো করবে আমাদের সামনে। এখানে আমরা সাইনআপ করেও কাজ করতে পারি আবার না করেও আমাদের কাজ করতে পারবো। আজ আমরা দেখাবো সাইনআপ না করেই কিভাবে করা যায়।

Upload Image এই অপশনে ক্লিক করে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার অথবা মোবাইল ফোনের যেখানে ছবি রাখা আছে সেখান থেকে নির্দিষ্ট ছবি টি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার সাথে সাথে আপলোডিং হতে থাকবে এবং খুব দ্রুত ছবির ব্যাকগ্রাউন্ট টি রিমুভ হয়ে যাবে নিচের ছবির মত।

এবার আমাদের ছবিটি আমাদের কাজের জন্য আমদের ল্যাপটপ বা কম্পিউটার অথবা মোবাইল ফোনে সেভ করে নেওয়ার পালা।

উপরের ছবিতে লাল চিহ্নিত অংশে ক্লিক করলেই আমাদের ল্যাপটপ বা কম্পিউটার অথবা মোবাইল ফোনে সেভ হয়ে যাবে।

তবে যদি আমারা HD Format এ নিতে চাই তাহলে অবশ্যই এই সাইটে আমাদের সাইনআপন করতে হবে এবং তাদের প্যাকেজ অনুযায়ী টাকা প্রদান করতে হতে পারে।ফ্রিতেই যে ছবি আমারা পাবো তা দিয়েই প্রফেশনাল মানের কাজ করা সম্ভব। তাহলে আজ এই পর্যন্ত। অনেক কাজের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম- এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন।

আগের লেখা পড়তে ক্লিক করুন-

পরের লেখা পড়তে ক্লিক করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!