Job News
অনলাইনে ট্রেনের টিকিট কাটার সম্পূর্ণ নতুন পদ্ধতি ২০২২ (Bangladesh Railway E-Ticketing Service)

অনলাইনে ট্রেনের টিকিট কাটার সম্পূর্ণ নতুন পদ্ধতি ২০২২ (Bangladesh Railway E-Ticketing Service)

বাংলাদেশ রেল টিকেট অনলাইনে নতুন ভাবে শুরু করেছে।  তাই এই বিষয়ে আজ আপনাদের সাথে আলোচনা করবো যে, কিভাবে অনলাইনে ট্রেনের টিকেট ক্রয় করা যায়। 

অনলাইনে ট্রেনের টিকিট কাটার সম্পূর্ণ নতুন পদ্ধতি ২০২২ (Bangladesh Railway E-Ticketing Service)

তো চলুন শুরু করা যায় কিভাবে অনলাইনে ট্রেনের টিকেট ক্রয় করা যায়। এই কাজটি আমরা মোবাইল বা কম্পিউটার থেকে যে কোন ডিভাইসের মাধ্যমে কিনতে পারবো। এইখানে আমি আপনাদের সাথে মোবাইলের মাধ্যমে কিভাবে অনলাইনে ট্রেনের টিকেট কাটা যায় সেটা দেখাবো।

ট্রেনের টিকেট কেনার জন্য আপনাকে প্রথমে এই লিংকে ক্লিক করতে হবে- https://eticket.railway.gov.bd এই লিংকে গেলে নিচের চিত্রের মত দেখা যাবে। 

notsbd-Railway-eticket-01

এইবার আপনাকে লাল চিহ্নিত জায়গায় ক্লিক করতে হবে তাহলে একটি মেনু বার দেখতে পাবেন, যা দেখতে নিচের মত।

notsbd-Railway-eticket-02

আপনি যদি রেজিষ্ট্রেশন করে থাকেন তবে login এর উপর ক্লিক করতে হবে।  আর যদি না করা থাকে তবে Registration এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচের মত দেখতে পাবেন।

notsbd-Railway-eticket-03

এই বার উল্লেখিত তথ্য গুলো পুরুন করতে হবে।
১। আপনার ফুল নাম দিতে হবে।
২। একটি ইমেইল দিতে হবে।
৩। মোবাইল নাম্বার দিতে হবে (এইটাতে OTP কোড যাবে)
৪। পুনরায় আবার মোবাইল নাম্বার দিতে হবে।
৫। পাসওয়ার্ড দিতে হবে যা দিয়ে আপনাকে Login করতে হবে।
৬। পুনরায় একই পাসওয়ার্ড দিতে হবে।
৭। Identification Type নির্বাচন করতে হবে ( এখানে দুইটি অপশন সিলেক্ট করতে পারবেন- NID এবং Birth Certificate)

৮। NID বা Birth Certificate Number দিতে হবে। (উপরের অপশন সিলেক্ট করার উপর)
৯। পোস্টাল কোড দিতে হবে।
১০। আপনার ঠিকানা দিতে হবে।

এইবার SIGN UP এ ক্লিক করতে হবে।

আপনার মোবাইল এবং ইমেইলে একটি OTP কোড যাবে সেটা বসাতে হবে এবং Confirm এ ক্লিক করতে হবে।

ব্যাস আপনার অনলাইন একাউন্ট হয়ে গেল।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার সম্পূর্ণ নতুন পদ্ধতি ২০২২ (Bangladesh Railway E-Ticketing Service)

তো চলুন কিভাবে আপনি ট্রেনের টিকেট কিনবেন তা দেখা যাক।

এবার আপনাকে Home বাটনে ক্লিক করতে হবে এবং নিচের মত দেখাবে।

শূন্যস্থানে From এর জায়গায় আপনি যে স্টেশন থেকে যেতে চান সেটা দিন, তারপরে To এর জায়গায় আপনি যে স্টেশনে যেতে চান সেটা দিন। এবার আপনি কবে ভ্রমণ করতে চান সেই তারিখ দিন। সর্বশেষে আপনি কোন Class এ যেতে চান তা দিয়ে Find Ticket বাটনে ক্লিক করুন তাহলে নিচের চিত্রের মত ঐ দিনের ঐ রুটের সকল ট্রেনের তালিকা নিম্নের মত করে দেখাবে। সেই সাথে কতটি আসন ফাকা আছে, ভাড়া কত কটায় ছাড়বে সব দেখতে পারবেন।

এবার ভিউ সিটে যেতে হবে।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার সম্পূর্ণ নতুন পদ্ধতি ২০২২ (Bangladesh Railway E-Ticketing Service)

এ এবার মজার একটা বিষয় যুক্ত করা হয়েছে। আর তা হচ্ছে কোন বগিতে সীট ফাকা আছে বা কোন বগিতে সীট নিবেন তা আপনি দেখতে এবং সিলেক্ট করতে পারবেন। যা আগে এই বিষয়টি করা যেত না। এবার নিচের মত দেখাবে। লক্ষ্য করে দেখতে হবে যে সীটের কালার ধূসর তা বুকর্ড হয়ে গেছে আর যে গুলোর কালার সাদা তা এখনো  ফাঁকা আছে। আপনি যে টাতে বা যে কয়টি সীট নিতে চান সেগুলো সিলেক্ট করলে সবুজ কালার হয়ে যাবে।

নিচে মত করে সকল তথ্য দেখতে পারবেন। তারপরে Continue Purchase বাটনে ক্লিক করতে হবে।

 তারপরে নিচের মত করে যাত্রীর সকল তথ্য দেখতে পাবেন এবং নিচের দিকে পেমেন্ট অপশন দেখতে পাবেন। বর্তমানে মোবাইল ব্যংকিং বিকাশ এবং কার্ডে পেমেন্ট এর অপশন রাখা হয়েছে। আগামী পূবের ন্যায় সকল পেমেন্ট সিস্টেম যুক্ত করা হবে। আমি আজ দেখাবো মোবাইল ব্যংকিং বিকাশ এর মাধ্যমে। 

বিকাশ সিলেক্ট করে Confirm Purchase বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাকে বিকাশের পেমেন্ট অপশনে নিয়ে যাবে। আপনার বিকাশ নাম্বার দিতে হবে যে একাইন্টের মাধ্যমে আপনি ভাড়া পরিশোধ করতে চান।

Bkash নাম্বার দেওয়ার পরে বিকাশ ভেরিফিকেশন কোড নাম্বার চাইবে যা আপনার বিকাশ নাম্বারে পাঠানো হয়েছে। ভেরিফিকেশন কোড নাম্বার দেওয়ার পরে Bkash নাম্বার এর পিন দিতে হবে। 

টাকা পরিশোধ হয়ে Bangladesh Railway E-Ticketing Service ওয়েবসাইটে নিয়ে যাবে এবং নিচের মত দেখাবে। আপনার ই-মেইলে আপনার কাংখিত টিকে মেইল করা হবে যা দিয়ে আপনি ভ্রমন করতে পারবেন।

এই ছিল আজ আপনাদের সাথে শেয়ার করার।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার সম্পূর্ণ নতুন পদ্ধতি ২০২২ (Bangladesh Railway E-Ticketing Service)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!