Job News
Construction and uses of cables

বিভিন্ন ক্যাবলের গঠন ও ব্যবহার (Construction and uses of cables)

প্রিয় শিক্ষাথীগণ, আশা করি সবাই ভাল আছেন। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে- বিভিন্ন ক্যাবলের গঠন ও ব্যবহার (Construction and uses of cables)। তারই ধারাবাহিকতায় আজ আমরা জানবো- পিভিসি, ভিআইআর, টিআরএস/সিটিএস এবং ফ্লেক্সিবল ক্যাবলের গঠন ও ব্যবহার। তো চলুন শুরু করা যাক-

পিভিসি, ভিআইআর, টিআরএস/সিটিএস এবং ফ্লেক্সিবল ক্যাবলের গঠন ও ব্যবহার (Construction and uses of PVC, VIR, TRS or CTS and flexible cables):

পিভিসি (PVC) ক্যাবল: এই ক্যাবল সাধারণত ২৫০/৪০০ ভোল্টের জন্যে তৈরি করা হয়। পরিবাহী হিসেবে তামা অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় এবং ইনসুলেশন হিসেবে পলিভিনাইল ক্লোরাইড (Poly-Vinyl chloride) বা পিভিসি কম্পাউন্ড ব্যবহৃত হয়। এই ক্যাবলে এক বা একাধিক খেই থাকে। একাধিক খেই ব্যবহারের কারণ হল ক্যাবলকে ফ্লেক্সিবল বা নমনীয় করা। পিভিসি বিশেষ এক ধরনের নমনীয় প্লাস্টিক, যার উপর বাতাসের আর্দ্রতা, এসিড বা ক্ষারধর্মী কোন রাসায়নিক দ্রব্যাদির প্রভাব পড়ে না। এই ইনসুলেশন দাহ্য নয়, তবে আগুনের সংস্পর্শে জ্বলে, আবার আগুন হতে সরালে নিভে যায়।

ব্যবহার (Uses):
১। এই ক্যাবল বাড়িঘর, কলকারখানায় ওয়্যারিং-এর কাজে ব্যবহৃত হয়।
২। যে সকল স্থানে ক্যাবলের উপর ঘষা বা আঘাত লাগার সম্ভাবনা থাকে, সে সকল স্থানে এই তার ব্যবহার করা হয়।
৩। আর্দ্রতাপূর্ণ স্থানে এবং যে সকল স্থানে রাসায়নিক দ্রব্যাদির প্রভাব আছে, সে সকল স্থানে এই ক্যাবল ব্যবহার করা হয়।

ভিআইআর (VIR): VIR-এর পূর্ণনাম Vulcanized India Rubber. Vulcanized শব্দের অর্থ হল রাবারে গন্ধক মিশিয়ে শক্ত করা।
রাবারের সাথে খনিজ পদার্থ, যথা- গন্ধক, দস্তা, অক্সাইড, রেড-লিড, ইত্যাদি মিশিয়ে VIR তৈরি করা হয়।

ইনসুলেশন হিসেবে VIR ভাল। কারণ এটা বাতাস হতে আর্দ্রতা শোষণ করে না এবং পানি নিরধোক। তবে এর একটা অসুবিধাও আছে আর তা হল ইনসুলেশনে মিশানো গন্ধক তামার সাথে বিক্রিয়া করে। সে কারণে পরিবাহী তামার তারের উপর টিনের প্রলেপ দেয়া হয়।

এই ক্যাবলে সাধারণত একটিমাত্র কোর থাকে। কোরটি সলিড বা স্ট্র্যান্ডেড তারের হতে পারে। আগে তামার উপর টিনের প্রলেপ দেয়া তার ব্যবহৃত হত, কিন্তু এখন অ্যালুমিনিয়ামের তার ব্যবহৃত হয়।

কাবলের ভিআইআর ইনসুলেশন এবং ইনসুলেশনের উপর মোমমিশ্রিত সুতোর বুনানো কাপড়ের আবরণ দেয়া হয়। এ তার ২৫০/৪০০ ভোল্ট এবং ৬৫০/১১০০ ভোল্টের জন্যে ব্যবহার করা হয়।

ব্যবহার (Uses): পিভিসি-র প্রচলন হওয়ার পর হতে এই তারের ব্যবহার অত্যন্ত সীমিত হয়ে পড়েছে।
১। এই তারের ব্যবহার লো-ভোল্টেজ বিতরণ ব্যবস্থায় এবং অভ্যন্তরীণ ওয়্যারিং-এর কাজের মধ্যে সীমিত।
২। পানি নিরোধক হওয়ায় ভিজে স্যাতসেঁতে স্থানেও ব্যবহার করা হয়ে থাকে।

সিটিএস (CTS) বা টিআরএস (TRS):
সিটিএস এর পূর্ণনাম ‘ক্যাব টায়ার শীথড’ (Cab Tyre Sheathed)।
টিআরএস এর পূর্ণনাম ‘টাফ রাবার শীথড’ (Tough Rubber Sheathed)। এই ক্যাবল সাধারণত ২৫০/৪০০ ভোল্টের উপযোগী করে তৈরি করা হয়।
টিনের প্রলেপযুক্ত তামার অথবা অ্যালুমিনিয়ামের তারের উপর ভিআইআর এর ইনসুলেশন দেয়া থাকে এবং এর উপর নিরাপত্তার জন্যে দুর্ভেদ্য ও কঠিন রাবারের আবরণ দেয়া হয়। এই আবরণ গাড়ির চাকার টায়ারের মতো শক্ত বলে এর নাম ক্যাব টায়ার শীথ্ড হয়েছে। আর বহিরাবরণ শক্ত রাবারের বলে এর নাম হয়েছে ‘টাফ রাবার শীথড।

ব্যবহার (Uses): পিভিসি-র প্রচলন হওয়ার পর হতে এই ক্যাবলের ব্যবহারও সীমিত হয়ে পড়েছে।
১। বাড়িঘরে, কলকারখানায় ওয়্যারিং-এর কাজে ব্যবহৃত হয়।
২। সার্ভিস কানেকশনে কখনো কখনো ব্যবহার করা হয়।।
৩। পানি নিরোধক হওয়ায় স্যাতসেঁতে স্থানেও ব্যবহার করা হয়ে থাকে।

ফ্লেক্সিবল (Flexible) ক্যাবল: একে ফ্লেক্সিবল ক্যাবল না বলে ফ্লেক্সিবল কর্ড এবং ফ্লেক্সিবল তার বলা হয়।
পরিবাহী হিসেবে সাধারণত তামা ব্যবহার করা হয়। এক বা একাধিক খেই তারের উপরে থার্মোপ্লাস্টিক ইনসুলেটিং কম্পাউন্ড আবরণ হিসেবে ব্যবহার করা হয়।

তারের সাইজ এবং ভোল্টেজ গ্রেড অনুসারে ইনসুলেশন মোটা বা পাতলা হয়ে থাকে।
এই তার সাধারণত দু’টি কোর একত্রে পাকানো বা মোড়ানো অবস্থায় থাকে এবং দুটি কোর দু’ রঙের হয়।

ব্যবহার (Uses):
১। অভ্যন্তরীণ ওয়্যারিং-এ সিলিং রোজ হতে পেন্ডেন্ট হোল্ডারে এবং সিলিং ফ্যানে সংযোগের জন্যে এই তার ব্যবহৃত হয়।
২। অনেক স্থানে অস্থায়ীভাবে বাতি জ্বালাবার জন্যেও এই তার ব্যবহৃত হয়।

তো আজ এই পর্যন্ত। আগামীতে লেখা হবে অন্য কোন বিষয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।

পূর্বের লেখা পড়তে ক্লিক করুন-ইলেকট্রিক্যাল ক্যাবল ও তার নিয়ে সহজ ভাবে আলোচনা (what is wires and cable)

পরবর্তী লেখা পড়তে ক্লিক করুন-মোবাইল ফোন সাভিসিং কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, সরঞ্জাম এবং মালামালসমূহের পরিচিতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!