Job News
বৈদ্যুতিক-পরিমাপক-যন্ত্র-বা-ইলেকট্রিক্যাল-মেজারিং-Instrument-সম্পর্কে-বিস্তারিত-আলোচনা
বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বা ইলেকট্রিক্যাল মেজারিং Instrument সম্পর্কে বিস্তারিত আলোচনা

বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বা ইলেকট্রিক্যাল মেজারিং Instrument সম্পর্কে বিস্তারিত আলোচনা

আজ আমারা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং বা বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বা ইলেকট্রিক্যাল মেজারিং Instrument সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা- বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বা ইলেকট্রিক্যাল মেজারিং Instrument সম্পর্কে বিস্তারিত আলোচনা।

প্রথমে জেনে নেওয়া যাক এই পোষ্টে কি কি থাকছে- (বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বা ইলেকট্রিক্যাল মেজারিং Instrument সম্পর্কে বিস্তারিত আলোচনা)

১. পরিমাপক যন্ত্র কি?
২. ইলেকট্রিক্যাল মেজারিং Instrument গুলো কি কি?
৩. মেজারিং Instrument-এর বৈশিষ্ট্য
৪. পরিমাপক যন্ত্রের প্রয়োজনীয়তা
৫. পরিমাপক যন্ত্র ব্যবহারে সতর্কতা
৬. পরিমাপক যন্ত্রের প্রকারভেদ
৭. আগামী পর্বের আলোচনা

১. পরিমাপক যন্ত্র:

যে যন্ত্রের সাহায্যে কেনো কিছুর পরিমাণ পরিমাপ করা হয়, তাকে পরিমাপক যন্ত্র বা মিজারিং ইনস্ট্রমেন্ট বলা হয়। কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, পাওয়ার এনার্জি, ফ্রিকোয়েন্সি ইত্যাদি বৈদ্যুতিক বিষয়ক কোনো পরিমাণ পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বা ইলেকট্রিক্যাল মিজারিং Instrument বলা হয়। বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে। আর নানা কাজে তাদের ব্যবহারও যথেষ্ট। বৈদ্যুতিক রাশি যেমন-কারেন্ট ভোল্টেজ, পাওয়ার, এনার্জি ইত্যাদি পরিমাপ করার সময় এমন ধরনের পরিমাপ পদ্ধতি ও পরিমাপক যন্ত্রপাতি নির্বাচন করতে হবে, যাতে পরিমাপ খুব দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করা যায়।
২. ইলেকট্রিক্যাল মেজারিং Instrument যথা-
 অ্যামিটার
 ভোল্টমিটার
 অ্যাভোমিটার
 এনার্জিমিটার
 ওয়াট মিটার।
 মেগার মিটার
 আর্থ টেস্টার

৩. একটি পরিমাপক যন্ত্রের মাধ্যমে সঠিক পরিমাপ পেতে হলে যন্ত্রটির কিছু গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন-

 দ্রুত ও নির্ভুলভাবে সঠিক পাঠদান ক্ষমতা।
 বর্তনীতে সংযোগের ফলে নিজের বা বর্তনীর কোনোরূপ পরিবর্তন সাধন না করা।
 শক্তির অপচয় কম হওয়া ইত্যাদি।

৪. পরিমাপক যন্ত্রের প্রয়োজনীয়তা:

বিদ্যুৎ শক্তি সরবরাহের জন্য প্রয়োজন সঠিক রেটিং বা গ্রেডের তার। আবার বিদ্যুৎ শক্তির মাধ্যমে যে সব মেশিন, বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্স ইত্যাদি পরিচালিত হয়, তাদেরও নির্ধারিত রেটিং রয়েছে। এছাড়া কোন্ ধরনের সার্কিটে বা মেশিনে কী পরিমাণ বিদ্যুৎ শক্তি সরবরাহ প্রয়োজন, তা জানার জন্যও বিদ্যুৎ শক্তি পরিমাপ করা প্রয়োজন। আর এ পরিমাপ করতে হলে বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রের প্রয়োজন। কাজেই চাহিদা মতো বিদ্যুৎ শক্তির পরিমাণ নির্ধারণ, বৈদ্যুতিক মেশিন, অ্যাপ্লায়েন্স ইত্যাদির কর্মদক্ষতা ও রেটিং নির্ণয়, তারের সাইজ নির্ণয়, কোনো সার্কিটের কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, এনার্জি ইত্যাদি পরিমাপের জন্য পরিমাপক যন্ত্রের প্রয়োজনীয়তা অপরিসীম।

 

৫. পরিমাপক যন্ত্র ব্যবহারে সতর্কতা:

পরিমাপক যন্ত্র ব্যবহারের সময় নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করা উচিতঃ
(১) যে বৈদ্যুতিক রাশি যেমন- কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স ইত্যাদি পরিমাপের জন্য মিটারটি ব্যবহার করতে হবে মিটারটি ঐ রাশি পরিমাপের জন্য নির্ধারিত হতে হবে।
(২) মিটারটির রেঞ্জ পরিমাপকৃত রাশির সম্ভাব্য সর্বোচ্চ মানের চেয়ে কিছু বেশি হতে হবে।
(৩) মাল্টিরেঞ্জ মিটার হলে এর রেঞ্জ চেঞ্জিং নবটি সাপ্লাই অনুসারে সঠিক রেঞ্জে স্থাপন করে নিতে হবে।
(৪) মিটারকে অবশ্যই নির্দিষ্ট নিয়মে, বর্তনীতে সংযোগ করতে হবে। যেমন- অ্যামিটারকে সিরিজে, ভোল্টমিটারকে প্যারালালে ইত্যাদি।
(৫) পাঠ নেয়ার শুরুতে পয়েন্টার অবশ্যই শূন্যে অবস্থানে থাকতে হবে। না থাকলে জিরো অ্যাডজাস্টমেন্ট স্কু ঘুরিয়ে শূন্যতে নিতে হবে।
(৬) পাঠ নেয়ার সময় মিটারের পয়েন্টারের দিকে লম্বভাবে তাকাতে হবে।
(৭) পয়েন্টার সম্প‚র্ণরূপে স্থির হওয়ার পর পাঠ নিতে হবে।

 

৬. পরিমাপক যন্ত্রের প্রকারভেদ:

বৈদ্যুতিক পরিমাক যন্ত্র প্রধানত দু’ প্রকার যথা-
(১) অ্যাবসলিউট Instrument (Absolute Instrument)
(২) সেকেন্ডারি Instrument (Secondary Instrument)

(১) অ্যাবসলিউট Instrument : যে সমস্ত পরিমাপক যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক পরিমাণ, এর নির্দেশক কাটার, বিক্ষেপণ ও যন্ত্রের ধ্রুবমান পাওয়া যায়, অন্য কোনো আদর্শ যন্ত্রের সাথে এর তুলনার প্রয়োজন হয় না বা এর স্কেল তৈরির সময় অন্য যন্ত্রের সাহায্য নেয়া হয় না, তাকে অ্যাবসলিউট Instrument বলে। যেমন-ট্যানজেন্ট গ্যালভানোমিটার, অ্যাবসলিউট ইলেকট্রো-মিটার ইত্যাদি। এ সমস্ত যন্ত্রপাতি সাধারণত আদর্শ যন্ত্র হিসেবে গবেষণাগারেই ব্যবহৃত হয়।

(২) সেকেন্ডারি Instrument: যে সমস্ত পরিমাপক যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক পরিমাণ যন্ত্রের দাগ কাটা স্কেলের ওপর নির্দেশক কাঁটার বিক্ষেপণ হতে সরাসরি পাওয়া যায় তাকে সেকেন্ডারি ইনস্ট্রমেন্ট বলে। এ ধরনের পরিমাপক যন্ত্র তৈরি করার সময় অপর একটি অ্যাবসলিউট ইনস্ট্রমেন্টের সাথে তুলনা করে এদের স্কেলে দাগ কাটা হয়। ব্যবহারিক ক্ষেত্রে এ সমস্ত যন্ত্র বেশি কাজে লাগানো হয়। যেমন-অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার প্রভৃতি সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের উদাহরণ।

সেকেন্ডারি ইন্সটুমেন্ট আবার তিন প্রকার। যথা-
(১) ইন্ডিকেটিং Instrument (Indicating Instrument)
(২) ইন্টিগ্রেটিং Instrument (Integrating Instrument)
(৩) রেকর্ডিং Instrument (Recording Instrument)

নিম্নে এগুলোর বর্ণনা প্রদত্ত হলো :
(১) ইন্ডিকেটিং Instrument: যে সমস্ত পরিমাপক যন্ত্র বৈদ্যুতিক পরিমাণের তাৎক্ষণিক মান নির্দেশ করে তাদের ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট বলে। যতক্ষণ এদের ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় ততক্ষণ নির্দেশক কাঁটাটি বিক্ষেপণ দেয়। যেমন- অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার ইত্যাদি।

(২) ইন্টিগ্রেটিং Instrument: ইন্টিগ্রেটিং অর্থ অনবরত একত্রীকরণ। যে পরিমাপক যন্ত্রের সাহায্যে নির্দিষ্ট সময়ের জন্য কোনো বৈদ্যুতিক বর্তনীর অনেকগুলো তথ্য এক সাথে সন্নিবেশিত আকারে পাওয়া যায় তাদের ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট বলে। এটা সময় এবং উক্ত সময়ে ব্যবহৃত বিদ্যুতের গুণফলকে প্রকাশ করে। যেমন- অ্যাম্পিয়ার আওয়ার মিটার, এনার্জি মিটার ইত্যাদি।

(৩) রেকর্ডিং Instrument: যে সমস্ত পরিমাপক যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক পরিমাণ অনবরত রেকর্ড করা হয় তাদের রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট বলে। এ ধরনের যন্ত্রে নির্দেশক কাঁটা এবং স্কেলের মাধ্যমে সময়ের সাথে বৈদ্যুতিক পরিমাণের তাৎক্ষণিক মানসম‚হ চলমান ছক কাগজের ওপর রেখাংকনের দ্বারা ক্রমাগত বা নিরবচ্ছিন্নভাবে প্রকাশ করা হয়। এগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র প্রভৃতি স্থানে ব্যবহার করা হয়।

বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বা ইলেকট্রিক্যাল মেজারিং Instrument সম্পর্কে বিস্তারিত আলোচনা

তো এই ছিল আজকের আলোচনা আশাকরি আজকের বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বা ইলেকট্রিক্যাল মেজারিং Instrument সম্পর্কে বিস্তারিত আলোচনা থেকে বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র সম্পর্কে ভাল ধারণা পেয়েছেন। আগামী পর্বে আপনাদের জন্য আরো সুন্দর বিষয় নিয়ে আলোচনা করা হবে।

পূর্বের লেখা পড়তে ক্লিক করুন-ইলেকট্রিক্যাল সার্কিট ও শ্রেণী বিভাগ (Define electrical circuit and classification)
পরবর্তী লেখা পড়তে ক্লিক করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!